TechJano

ট্রলিং কমাতে ব্যাবস্থা নিচ্ছে টুইটার

ট্রল করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ করবে টুইটার। ট্রল করে এমন অ্যাকাউন্ট ধরতে মাঠে নামছে তারা।ব্যবহারকারীদের অপ্রাসঙ্গিক উত্তর দেয়া বা কথোপোকথনের মাঝখানে অন্যান্য কথা বলে তার গন্তব্য পাল্টে দেয়ার কাজকেই ট্রলিং ধরা হচ্ছে। উড়ো কথা বলে মানহানীর চেষ্টাও ট্রলর মধ্যে পড়ে।

টুইটারের অ্যালগোরিদম এখন থেকে এরূপ কাজকর্ম যে সকল অ্যাকাউন্ট করবে সেগুলো বন্ধ করে দেবে। বিশেষ করে পাবলিক ফিগারদের যারা বার বার ট্যাগ করে পোস্ট দেবে তাদের অ্যাকাউন্টের ওপর বেশি নজরদারী করা হবে।নতুন অ্যালগোরিদমের কারণে এখনই প্রায় ৪ শতাংশ অপব্যবহার অভিযোগ আর ৮ শতাংশ ট্রলিং রিপোর্ট কমে গেছে। অ্যালগোরিদম যত নিঁখুত করা হবে ততই ট্রলিং করার পরিমাণ কমে যাবে বলে আশা করছে টুইটার কর্তৃপক্ষ।

Exit mobile version