করপোরেট

ট্রান্সকম ইলেক্ট্রনিক্স ও গাজী গ্রুপের চুক্তি

By Baadshah

April 16, 2018

গাজী গ্রুপ বগুড়ার জলেশ্বরীতলার সবচেয়ে বড় শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মল “জহুরা ইয়াসিন গাজী প্লাজা” তৈরি করছে। এই শপিং মলে ট্রান্সকম লিমিটেড স্যামসাং ব্র্যান্ডের অত্যাধুনিক ডিভিএম কমার্শিয়াল এয়ারকন্ডিশনার (৩২২ টন) স্থাপন ও সরবরাহ করবে। এই সাপেক্ষে সম্প্রতি ট্রান্সকম লিমিটেডের প্রধান কার্যালয়ে গাজী গ্রুপ ও ট্রান্সকম লিমিটেডের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেক্ট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, হেড অফ বিজনেস ফিরোজ মোহাম্মদ, বিটুবি সেলস ম্যানেজার সামিউল মাশুক, ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আরশাদ হক, ডিরেক্টর অফ অপারেশনস ইয়ামিন শরিফ, গাজী গ্রুপের ডঃ গাজী এস এ চৌধুরী, ডিরেক্টর নাসরিন সুলতানাসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্যামসাং ইলেক্ট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, “স্যামসাং সবসময় সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে থাকে। সেই প্রচেষ্টাই স্যামসাং সারা বাংলাদেশে তাদের কার্যক্রম প্রসারিত করছে। ট্রান্সকমের সাথে স্যামসাং এর এই কার্যক্রম তারই অনুরুপ।”