দেশ

ডটবিডি, ডটবাংলা ডোমেইন এখন ৮০০ টাকায়

By Baadshah

March 07, 2018

ডট বিডি ও ডট বাংলা ডোমেইন জনপ্রিয় করতে বার্ষিক ফি কমানো সহ নিবন্ধনে প্রিমিয়াম কোটা উঠিয়ে দিয়ে সমহার মূল্য নির্ধারণ করেছে বিটিসিএল। বুধবার থেকে এই নতুন সুবিধা চালুর কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটি জনসংযোগ বিভাগের পরিচালক মীর মোহাম্মাদ মোর্শেদ। তিনি জানান, বাংলাদেশে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন সমহারে রেজিষ্ট্রেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল। এখন থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ/রেজিষ্ট্রেশন করা হবে। সকল ডোমেইন একই রেটে বাৎসরিক ৮০০ টাকা ফি-তে দেয়া হবে। এর আগে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে ৫,০০০/- (পাঁচ হাজার), ১৫,০০০/- (পনের হাজার) এবং ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা। এখন এই হার কমিয়ে সমহারে ৮০০ টাকা করা হয়েছে। পাশাপাশি অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরা্দ্দ ও পেমেন্টের ব্যবস্থা হালনাগাদ কর হয়েছে। লেখক: ইমদাদুল হক, সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি লেখক।