করপোরেট

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ৩১৪০ কোটি বরাদ্দ পেল

By Baadshah

June 11, 2020

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩১৪০ কোটি টাকা বরাদ্দ পেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতের বরাদ্দ ছিল ৩ হাজার ৪৫৬ কোটি টাকা।

যা ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে কমে গিয়ে দাঁড়ায় ২৬৩৫ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭.৯ শতাংশ।

১১ জুন বিকাল তিনটায় অর্থমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদে এটা আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট পেশ। এটি স্বাধীনতার পর থেকে ৪৯তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বে সরকারের টানা দ্বাদশ বাজেট এটি। এবারের বাজেটের আকার পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার।