করপোরেট

ডাটা কোরের সঙ্গে কাজ করবে কাজী আইটি

By Baadshah

March 09, 2018

ভারতীয় প্রতিষ্ঠান ডাটা কোরের সঙ্গে চুক্তি করেছে কাজী আইটি। এর ফলে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি দেশে আরো বেশি আউটসোর্সিং কাজ নিয়ে আসতে পারবে।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে বৃহস্পতিবার কাজী আইটি ও ভারতীয় শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটা-কোর সিস্টেমসের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী।চুক্তির ফলে ভারতের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বাংলাদেশের কাজী আইটিকে কর্মক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে। এছাড়া তরুণদের বিশ্বমানের কাজ এনে দিতেও সহায়তা করবেন তারা।এছাড়া ভারতীয় ডাটা-কোর সিস্টেমস বাংলাদেশের বিভিন্ন হাসপাতালসহ শিক্ষা খাতের বিভিন্ন সফটওয়্যার তৈরির পরামর্শক হিসেবে কাজ করবে।অনুষ্ঠানে সুবীর কিশোর চৌধুরী বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে ও লক্ষ্য পূরণে বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। আগামীতে কাজী আইটির মতো যে কোন প্রতিষ্ঠান এগিয়ে এলে তাদের পাশে থাকবে তারা। যে কোন মূল্যে ৫ বিলিয়ন ডলার লক্ষ্য অর্জনে এসময় আইটি প্রতিষ্ঠানগুলোকে জোর তাগিদ দেন তিনি।এ সময় কাজী আইটির প্রতিষ্ঠাতা ও সিইও মাইক কাজী বলেন, দেশে বসেই আমেরিকান কাজ করছি আমরা। তবে ডাটা-কোরের সঙ্গে চুক্তির ফলে আমাদের কাজে বৈচিত্রতা আসবে। আমরা আশা করছি দুই বছরের মধ্যে আরো কয়েক হাজার লোকের কর্মসংস্থান করতে পারবো। এ দেশের তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে এখন শুধু প্রয়োজন সুযোগ দেয়া।এসময় ভারতীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেপি সেনগুপ্তা, সুব্রত মুখার্জী, দিপালী আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।