করপোরেট

ডায়নামিক লজিস্টিকের স্টার্টআপ ই-ম্যানের জন্য এন্টারপ্রাইজ সেবা দেবে রবি

By Baadshah

January 11, 2018

ডায়নামিক লজিস্টিক সল্যুশনের নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান ই-ম্যানের জন্য এন্টারপ্রইজ সল্যুশন দিতে সম্প্রতি একটি চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবি। চুক্তির আওতায় রবি ই-ম্যানের কর্মীদের মোবাইল নির্ভর বিশেষ এন্টারপ্রাইজ সল্যুশনের পাশাপাশি আকর্ষণীয় মূল্যে কলরেট, কল কনফারেন্স, নিকটতম ব্যবহারকারীদের গ্রæপ সুবিধা ও ভ্যালু অ্যাডেড সার্ভিসসহ বিভিন্ন ইন্টারনেট প্রডাক্ট সেবা দেবে। রবি’র হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন নোবেল এবং ই-ম্যান’র সিইও মো. আশরাফুল আলম রবি’র কর্পোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। রবি’র এন্টারপ্রাইজ বিজনেস ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট আহমেদ সাদি ইয়ামিন, এন্টারপ্রাইজ বিজনেসের ম্যানেজার মো. ইমরুল শাহীদ এবং ই-ম্যান’র চিফ টেকনোলজি অফিসার আনোয়ার হোসেন ও অ্যাসোসিয়েট ডিরেক্টর আবু ফেরদৌস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।