ই-কমার্স

ডিজিটাল কমার্স পলিসি খসড়া চূড়ান্ত হল

By Baadshah

March 21, 2018

অবশেষে ডিজিটাল কমার্স খাতে সুখবর আসতে পারে। অনেকটাই নিয়মনীতির বাইরে ছন্নছাড়া এ খাতটির জন্য তৈরি হচ্ছে পলিসি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল এক ফেসবুক পোস্টে জানান, আজ মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার ডিজিটাল কমার্স পলিসি খসড়া চূড়ান্ত করলেন। খুব শীঘ্রই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে। উল্লেখ্য, গত দেড় বছরে ই-ক্যাবের এর উদ্যোগে ই-কমার্স পলিসি নিয়ে ৩০ টিরও অধিক সভা আয়োজন করা হয় এবং পরবর্তীতে আইসিটি বিভাগে প্রাথমিক খসড়া পেশ করা হয়। এরপর আইসিটি বিভাগের নেতৃত্বে অন্যান্য মন্ত্রণালয়, অ্যাসোসিয়েশন এবং স্টেকহোল্ডারদের সহযোগিতায় খসড়াটি চূড়ান্ত করা হয়। নিঃসন্দেহে ডিজিটাল কমার্স পলিসিটি দেশের ই-কমার্স প্রসারে অন্যতম ভূমিকা রাখবে। তাই দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যে এ ধরনের কালজয়ী একটি পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।