দেশ

ডিজিটাল নিরাপত্তা আইন অনুমোদন

By Baadshah

January 30, 2018

ডিজিটাল নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির অনুমোদনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে আইনটিতে তথ্যপ্রযুক্তি আইনের সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্ত করা হয়েছে। তবে ধারাগুলোর বিস্তারিত বিন্যাস সংযোজন করেই এটি প্রণয়ন করা হয়েছে। নতুন আইন পাস হলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হবে। তবে তার বদলে এসব ধারার বিস্তারিত ব্যাখ্যা করে অপরাধের প্রকৃতি অনুযায়ী শাস্তির বিধান রাখা হচ্ছে নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে।প্রস্তাবিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ আইনে জামিনযোগ্য ও জামিন অযোগ্য বেশ কিছু ধারা থাকছে।