ই-কমার্স

ডিজিটাল পশুর হাট বসছে

By Baadshah

July 03, 2022

কোরবানির পশু কেনাবেচায় জনসমাগম ও ভোগান্তি কমাতে সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও অনলাইনে বসতে যাচ্ছে ‘ডিজিটাল পশুর হাট’। ইতোমধ্যে কোরবানির পশু ডিজিটাল হাটে বেচাকেনা শুরু হয়েছে এবং সকল জেলা ও উপজেলা হতে হাটগুলো প্লাটফর্মের (digitalhaat.gov.bd) সাথে যুক্ত হয়েছে।

আইসিটি বিভাগ, একশপ-এটুআই, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ই-ক্যাব আয়োজন করতে যাচ্ছে এই কেন্দ্রীয় অনলাইন কোরবানি পশুর হাটের। সহযোগিতায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।

যৌথভাবে দেশব্যাপি একযোগে আগামী ৩ জুলাই, ২০২২, বিকেল ০৪ টায় সকল জেলা উপজেলায় ডিজিটাল কোরবানির হাট উদ্বোধন করতে যাচ্ছে।

এতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শম রেজাউল করিম এমপি এবং আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি।

ডিজিটাল হাটের এড্রেস (digitalhaat.gov.bd)