ইভেন্ট

ডিজিটাল রেভিনিউ মোবিলাইজেশন আলোচনা ও এনবিআর কর্মকর্তারদের প্রিজম ভ্যাটের ষ্টল পরিদর্শন

By Baadshah

February 15, 2020

সফটওয়্যার শীর্ষক মেলা সফ্টএক্সপো ২০২০ এর প্রথম দিনে ‘ইমপ্লিমেন্টেশন অফ ডিজিটাল রেভিনিউ মোবিলাইজেশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় | মূলত ভ্যাট সফটওয়্যার ব্যবহার আইনে জটিলতা অবসন এবং এর বাস্তবায়ন অগ্রসর করার লক্ষ্যে ব্যবসায়ী, এনবিআর কর্মকর্তা ও ভ্যাট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিদের নিয়ে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন |

এই অনুষ্ঠানে এনবিআরের পক্ষে ভ্যাট ইমপ্লিমেন্টেশন ও আইটি বিষয়ক সদস্য জামাল হোসাইন, ভ্যাট ইন্টেলিজেন্স বিভাগের ডিরেক্টর জেনারেল সৈয়দ মুসফিকুর রহমান, এনবিআর সিস্টেমস ম্যানেজার মোঃ শফিকুর রহমান; বেসিসের পক্ষে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, সিনিয়র সহ সভাপতি ফারহানা এ রহমান, সহ সভাপতি মুশফিকুর রহমান, সাবেক সভাপতি হাবীবুল্লাহ এন করিম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রউলী; ভ্যাট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে ডিভাইন আইটি সফটওয়্যার টেকনোলোজি পার্কের প্রতিষ্ঠাতা ইকবাল রাসেল, মিডিয়াসফ্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা গোপাল দেবনাথসহ সকল ভ্যাট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ |

আলোচনায় ইকবাল রাসেলের প্রশ্নের জবাবে ভ্যাট ইন্টেলিজেন্স ডিজি সৈয়দ মুশফিকুর রহমান সফটওয়্যারগুলোর গুণগতমান ও বেশি ডাটা নিয়ে রিটার্ন তৈরী করার জন্য সক্ষম করার আহবান জানান | সিস্টেমস ম্যানেজার মোঃ শফিকুর রহমান ডাটা সিকিউরিটি বজায় ও অল্টার্নেশন প্রতিরোধে অডিট ট্রেইল ব্যবহারের গুরুত্ব তুলে ধরে সকলকে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করেন |

ভ্যাট ইমপ্লিমেন্টেশন ও আইটি বিষয়ক এনবিআর সদস্য জামাল হোসাইন ব্যবসায়ীবান্ধব ভ্যাট সফ্টওয়ার ব্যবহার আইন প্রয়োগে গুরুত্ব দিয়ে সকল পক্ষকে এক হয়ে দেশের ব্যবসায়িক উন্নয়ন তথা রাজস্ব আয় ও দেশের অবকাঠামো উন্নয়নের সহযোগিতা করার অনুরোধ করেন |

আলোচনা শেষে এনবিআর কর্মকর্তাগণ বেসিস প্রতিনিধিদের নিয়ে ভ্যাট সফটওয়্যার নির্মাতা গুলোর ষ্টল ও সফটওয়্যার পরিদর্শন করেন | ডিভাইন আইটি ষ্টল পরিদর্শনকালে প্রতিষ্ঠানের প্রধান ইকবাল রাসেল ডিভাইন আইটি উৎপাদিত প্রিজমভ্যাট সফটওয়ারের বিভিন্ন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ওর কাস্টমার অভিজ্ঞতার সচিত্র তুলে ধরেন