দেশ

ডিজিটাল সেবায় বাংলাদেশকে অনুসরণ করে ব্রিটেন: মোস্তাফা জব্বার

By Baadshah

February 21, 2018

ডিজিটাল সেবায় বাংলাদেশকে তৃতীয় বিশ্বের দেশগুলো অনুসরণ করে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ব্রিটেন ভারতসহ বিভিন্ন দেশ ডিজিটাল সেবায় বাংলাদেশকে অনুসরণ করছে।বর্তমান সরকারের ডিজিটাল সেবা সারা বিশ্বর কাছে বাংলাদেশ কে নতুন ভাবে পরিচয় করে দিয়েছে । মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবির ৪.৫জি সেবা অনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে সরকারের সব ধরণের সেবা মোবাইল প্রযুক্তির মাধ্যমে দেয়া হবে । ইন্টারনেটের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের বিষয়েও আলোচনা অর্থমন্ত্রীর সাথে আলোচনা করব। শুধু ফোরজির জন্য নয়, শিক্ষার ডিজিটাল রূপান্তরের জন্যও যত দ্রুত সম্ভব প্রতিটি শিক্ষার্থীর হাতে ডিজিটাল ডিভাইস দিতে হবে। রবির ফোরজি চালুর আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। অনুষ্ঠানে রবির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতি মোহাম্মদ আইয়ুব উপস্থিত ছিলেন।