নতুন স্পোর্টস বাইক আনলো ডুকাতি। ডুকাতি মূলত এমন একটা ব্র্যান্ড যার সঙ্গে আভিজাত্য, স্টাইল, অত্যাধুনিক প্রযুক্তি এবং পারফরম্যান্স-এই শব্দগুলো ওতপ্রোত ভাবে জড়িয়ে। এবার ভারতের বাজারে নতুন বাইক আনলো সংস্থাটি। মডেল স্ক্র্যাম্বলার ১১০০। এটি নাকি পাল্লা দেবে রয়েল এনফিল্ডকেও। ভারতে নতুন বাইকটির ডেলিভারি শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই।
নিও রেট্রো পারফরম্যান্স যে বাইকাররা পছন্দ করেন, তাঁদের কথা মাথায় রেখেই এই বাইক আনা হয়েছে। ১০৭৯ সিসির এই ইঞ্জিনের বাইকটি যে নিঃসন্দেহে বাইকপ্রেমীদের উদ্দীপনার গতি তা বলাই বাহুল্য।
কি কি ফিচার রয়েছে নতুন এই বাইকে?
- সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল রয়েছে এই বাইকে।
- বেস স্ক্র্যাম্বলার ১১০০, স্ক্র্যাম্বলার ১১০০ স্পেশাল, স্ক্র্যাম্বলার স্পোর্ট তিন ধরনের বাইক নিয়ে এল ইতালির এই সংস্থাটি।
- ৭৬০০ আরপিএমে ৮৫ বিএইচপি ও ও ৪,৭৫০ আরপিএমে ৮৮ এনএম পিক টর্ক পাওয়া যাবে ডুকাতির এই বাইকে। যা বাইকারদের গতিকে পৌছে দিয়েছে নতুন উচ্চতায়।
- ট্রু হিপস্টার বলতে যা বোঝায়, এই বাইকটি তাই।
- এটিতে কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল চমৎকার। এরকম থ্রিলিং আর ইউনিক রাইডিং এক্সপেরিয়েন্স আগে পাওয়া যায়নি, দাবি ডুকাটি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সেরজি কানোভাসের।
- ডুকাতির এই বাইকে অ্যাক্টিভ, জার্নি আর সিটি তিনটে রাইডিং মোড রয়েছে।অ্যাক্টিভে রয়েছে ৮৫ বিএইচপি-র ‘অ্যাগ্রেসিভ থ্রোটল রেসপন্স’, জার্নিতে রয়েছে ৮৫ বিএইচপির ‘স্মুদ থ্রোটল রেসপন্স’।
- ডুকাতিতে বিগ প্যাস্টন ব্রেক প্যাড, অ্যাডজাস্টেবল ক্ল্যাচ, ব্রেক লিভারস রয়েছে। ডুকাটি স্ক্র্যাম্বলার ১১০০ বাজারে আসার আগেই হলিউড ছবি ভেনমের ট্রেলরে দেখা গিয়েছিল বাইকটিকে।
ডুকাতি স্ক্র্যাম্বলারের দাম শুরু হচ্ছে ১৬.৩৭ লক্ষ টাকা থেকে। স্পোর্টস রেঞ্জের দাম ১৭.১৩ লক্ষ টাকা।