২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এর আগে বেশ কয়েক দফা পেছানোর পর ১০ সেপ্টেম্বর রাজধানীসহ সারা দেশের কয়েকটি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১২ সেপ্টেম্বর রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এ ফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে https://www.dghs.gov.bd/index.php/bd/ মেধাতালিকা ও কোটা ভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ এবং আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া পাস করা অন্য শিক্ষার্থীরা দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তি হতে পারবেন।