প্রযুক্তি খবর

ডেল এর নতুন মডেলের অল ইন ওয়ান পিসি বাজারে

By Baadshah

September 21, 2019

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে ডেল ইন্সপায়রন সিরিজের ২২-৩২৮০ মডেলের অল ইন ওয়ান পিসি। পিসিগুলো তিনটি ভিন্ন কনফিগারেশনে বাজারে ছাড়া হয়েছে। কোর আই থ্রি ভার্সনঃ উল্লেখিত মডেলের কোর আই থ্রি ভার্সনটিতে থাকছে ইন্টেল ৮ম প্রজন্মের ৮১৪৫ইউ মডেলের ২.১০ গিগাহার্জ গতির কোর আই থ্রি প্রসেসর, ৪জিবি ডিডিআরফোর র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ২১.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, উইন্ডোজ ১০, ওয়েবক্যাম, ব্লুটুথ, ইন্টেল ৬২০ মডেলের আল্ট্রা এইচডি গ্রাফিক্স কার্ড, ইউএসবি কীবোর্ড এবং ইউএসবি মাউস। মূল্যঃ ৫৩,৩০০ টাকা। কোর আই ফাইভ গ্রাফিক্স ভার্সনঃ কোর আই ফাইভ ভার্সনটিতে থাকছে ইন্টেল ৮ম প্রজন্মের ৮২৬৫ইউ মডেলের ১.৬০ গিগাহার্জ গতির কোর আই ফাইভ প্রসেসর, ৪জিবি ডিডিআরফোর র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ২১.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, উইন্ডোজ ১০, ওয়েবক্যাম, ব্লুটুথ, এনভিদিয়া জিফোর্স এমএক্স১১০ মডেলের ডিডিআর৫ গ্রাফিক্স কার্ড, ইউএসবি কীবোর্ড এবং ইউএসবি মাউস। মূল্যঃ ৬৬,৫০০ টাকা। কোর আই ফাইভ টাচ ভার্সনঃ কোর আই ফাইভ ভার্সনটিতে থাকছে ইন্টেল ৮ম প্রজন্মের ৮২৬৫ইউ মডেলের ১.৬০ গিগাহার্জ গতির কোর আই ফাইভ প্রসেসর, ৪জিবি ডিডিআরফোর র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ২১.৫ ইঞ্চি ফুল এইচডি টাচ আইপিএস ডিসপ্লে, উইন্ডোজ ১০, ওয়েবক্যাম, ব্লুটুথ, ইন্টেল ৬২০ মডেলের আল্ট্রা এইচডি গ্রাফিক্স কার্ড, ইউএসবি কীবোর্ড এবং ইউএসবি মাউস। মূল্যঃ ৭৯০০০ টাকা। তিনটি অল ইন ওয়ান পিসি এই মূহুর্তে সাদা এবং কালো রঙে পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটি পন্যেই রয়েছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা। বিস্তারিতঃ ০১৭৭৭৭৩৪১৬৫।