নতুন পন্য

ডেল টেকনোলজিস বাংলাদেশের বাজারে চারটি নতুন ল্যাপটপ উন্মোচিত করলো

By Baadshah

January 30, 2020

বুধবার রাজধানীর রেনেসা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রাতিষ্টানিক এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য এক্সপিএস সিরিজের একটি এবং ইন্সপায়রন সিরিজের চারটি মডেল পরিচয় করিয়ে দেন ডেল কর্মকর্তারা। ডেলের নতুন ল্যাপটপ গুলো হলো এক্সপিএস সিরিজের ১৩-৭০০০ টু-ইন-ওয়ান, ইন্সপায়রন ১৩-৭০০০ টু-ইন-ওয়ান, ইন্সপায়রন ৫৩৯১ এবং ইন্সপায়রন ৫৪৯০।

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, শীর্ষস্থানীয় কর্পোরেট গ্রাহক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কম্পিউটার ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এক্সপিএস সিরিজের নতুন ডিভাইসটি। পাশাপাশি ‘দ্রুত চার্জ’ দেয়ার ‘এক্সপ্রেসচার্জ’ ফিচার এবং ক্ষতিকর রশ্নি থেকে ব্যবহারকারির চোখের নিরাপত্তা দেয়ার ‘আইসেইফ’ সুবিধা নিয়ে ইন্সপায়রন মডেলের ডিভাইস ব্যক্তিগত পর্যায়ের কম্পিউটিংয়ে নতুন মাত্রা যোগ করবে বলে ডেল কর্মকর্তারা জানান।

এক্সপিএস সিরিজের ল্যাপটপগুলোর ১৬:১০ মাত্রার ‘ইনফিনিটিএজ’ সুবিধার ডিসপ্লের পাশাপাশি ‘ডলবিভিশন’ আল্ট্রা হাই ডেফিনেশন এর অভিজ্ঞতা দিবে বলে জানানো হয় অনুষ্ঠানে। ডেল টেকনোলজিস দক্ষিন এশিয়া অঞ্চল কার্যক্রমের ভাইস প্রেসিডেন্ট “আনোথাই ওয়েত্তাকর্ন” বলেন, কম্পিউটার জগতে চাহিদা অনুযায়ী  নিত্য নতুন পাতলা এবং হালকা ল্যাপটপ উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।

ডেল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সুন্দর নকশা এবং ইন্টেল ১০ম প্রজন্মের পরিচলন ক্ষমতা নিয়ে বহুমাত্রিক কাজের সহজ সমাধান দিবে এক্সপিএস এবং ইন্সপায়রন সিরিজের নতুন ল্যাপটপগুলো।

ইন্সপায়রন সিরিজের ল্যাপটপগুলো ২০১৯ সালের প্রযুক্তির সবচেয়ে বড় শো  ‘কনজিউমার ইলেক্ট্রনিক শো,২০১৯’ বা সিইএস সম্মলন’২০১৯ এ প্রদর্শিত হয় যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।  ল্যাপটপগুলোর মূল্য বাজারের অন্য ব্র্যান্ড এর সাথে সামঞ্জস্য ভাবে রাখা হয়েছে ।