ইভেন্ট

ড্যাফোডিলে সফটওয়্যার তৈরি ও ডেভেলপমেন্টের জন্য টেষ্টিং সিম্পোজিয়াম

By Baadshah

January 16, 2022

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে ১৫ জানুয়ারী দিনব্যাপী “SQAT Bangladesh Symposium 2022’’ সমাপ্ত হয়েছে। মানসম্পন্ন সফটওয়্যার তৈরি ও ডেভেলপমেন্টের জন্য টেষ্টিং বিষয়ে ব্যাপক দক্ষ জনবলের প্রয়োজনীয়তা রয়েছে। সেই লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি টেষ্টিং বিষয়ে দিনব্যাপী সিম্পোজিয়ামের আয়োজন করেছে, যেখানে টেষ্টিং এর বিভিন্ন কলাকৌশল গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। গুরুত্বপুর্ন প্রক্রিয়াসহ টেষ্টিং এ দক্ষ জনবলের ঘাটতিসহ বিভিন্ন বিষয় সিম্পোজিয়ামে গুরুত্ব পেয়েছে।

সিম্পোজিয়ামের ফলে দক্ষ পেশাজীবী তৈরি ও নতুনদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাবে। সিম্পোজিয়ামে উদ্বোধনী পর্ব ছাড়াও টেষ্টিং এআই এপ্লিকেশন, টেষ্টিং ইন ডেভএপস এবং টিএমএমআই এর ওপর ওয়ার্কসপ এবং সফটওয়্যার টেষ্ট ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়।