ইভেন্ট

ড্যাফোডিল ইন্টান্যাশনাল একাডেমিতে সিম্পোজিয়াম অন ইমার্জিং টেকনোলজিস

By Baadshah

November 08, 2018

২৪ নভেম্বর, ২০১৮ ইং ঢাকাস্থ পান্থপথে ড্যাফোডিল কনকর্ড টাওয়ারের বিজয় মিলনায়তনে দুই দিনব্যাপী (২৪-২৫ নভেম্বর) সিম্পোজিয়াম অন ইমার্জিং টেকনোলজিস উদ্বোধন করা হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামের সহযোগিতায় রয়েছেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার (আইসক) ও দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল স্কিল জবস।

সিম্পোজিয়ামে থাকবে ইমার্জিং টেকনোলজিস এর ওপর প্লেনারী সেশন, সেমিনার, ওয়ার্কশপ, টেক আড্ডা ইত্যাদি। এতে সফটওয়্যার শিল্পের খ্যাতনামা প্রযুক্তিবিদগন ইমার্জিং টেকনোলজিসের গুরুত্বপুর্ন বিভিন্ন দিক তুলে ধরবেন।

আলোচনায় বিষয়বস্তু হচ্ছে আইওটি, ব্লকচেইন, বিগডাটা, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআর/ভিআর, থ্রিডি এনিমেশন ইত্যাদি। অনুষ্ঠানে দেশের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক ও শিক্ষা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করতে পারবেন। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২০ নভেম্বর, ২০১৮ ইং। বিস্তারিত: http://daffodil.ac/emtech/