অ্যাপ রিভিউ

ঢাকাতে ‘মনের বাড়ি’ খুঁজে দেবে আপনার বাসা

By Baadshah

September 05, 2018

বাসা খুঁজে বের করা এক কথায় অত্যন্ত ঝামেলার কাজ, অনেক সময় সাপেক্ষও বটে। তবে প্রযুক্তির এই যুগে প্রয়োজনমতো বাসা খোঁজা বা বাসা পরিবর্তন করার সেবা মিলবে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে। এর জন্য ফোনে ইনস্টল থাকতে হবে অ্যাপ ‘মনের বাড়ি’। নাজমুল আলম, সায়েম হুসাইন ও ইকবাল নাজির—এই তিন তরুণ মিলে তৈরি করছেন অ্যাপটি।

অ্যাপটি থেকে বাসা খোঁজার পাশাপাশি বাসা পরিবর্তনের সেবাও পাওয়া যাবে। সায়েম হুসাইন বলেন, তীব্র গরমে বাসা খোঁজার যন্ত্রণা ভোগ করে অবশেষে অনলাইনে বিভিন্ন ফেইসবুক গ্রুপ ও সাইটে খোঁজার চেষ্টা করি। কিন্তু অনলাইনে পাওয়া তথ্য থেকে বাস্তব চেহারার মিল খুব কমই পাওয়া যেত। সেই সঙ্গে নতুন কোনো জায়গায় অপরিচিত একজনের সঙ্গে যোগাযোগ করে বাসা দেখতে যাওয়ার সময় মনের ভেতরে কিছুটা ভয়ও কাজ করত। তখন থেকেই এসব সমস্যার সমাধান নিয়ে কিছু করার তাগিদ জন্ম নেয়। সে ভাবনা থেকেই অ্যাপটি তৈরি করা।

একনজরে অ্যাপের সুবিধাগুলো:

http://goo.gl/xUdok6 থেকে অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।