ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম এবং সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর (সার্ক সিসিআই) যৌথ আয়োজনে ঢাকার প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে গত ১১-১২ মে অনুষ্ঠিত হয়েছে ইনফোকম ২০১৮ সম্মেলন। ‘When Digital Becomes Human (হোয়েন ডিজিটাল বিকামস হিউম্যান)’ এই মূল প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের সম্মেলনের বিভিন্ন সেশনে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তিবিদ, সংবাদ কর্মী এবং শিক্ষাবিদসহ প্রায় ৪০ জন বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলনে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ফর গ্রোথ- এ জার্নি, ট্রান্সফরমিং ডিজিটাল কাস্টমার এনগেজমেন্ট ইন রিয়াল ওয়ার্ল্ড, হাউ ডিজিটাল ইজ হেল্পিং বিল্ড দ্যা ব্যাংকস অফ দ্যা ফিউচার?, এক্সপেন্ডিং লোকেশন হরাইজন এন্ড কোলাবোরেটিভ কালচার, নেক্সট প্রন্টিয়ার ফর ডিজিটাল- এনগেজিং দ্যা মিলিনিয়াল অডিয়েন্স, দ্যা ওয়ার্ল্ড অ্যাট ইওর ফিট: এন ইন্টারপ্রেনারিয়াল লেগাছি ইউথ পারপাস, ফ্যাশন এন্ড পাওয়ার, সাইবার সিকিউরিটি ইন দ্যা এইজ অফ ডিজিটাল, সিকিউরিটি ইন দ্যা এইজ অফ ডিজিটাল, ডিজিটাল ট্রান্সফরমেশন ইন পাবলিক সার্ভিস ডেলিভারি, মুভিং ফর্ম ইনফরমেশন এইজ টু এক্সপেরিয়েন্স এইজ, টার্নিং কাস্টমার রিলেশনশিপ ইনটু পার্টনারশীপ ইন দ্যা ডিজিটাল এ্ইজ, দ্যা এন্টারপ্রেনারিয়াল সাকসেস স্টোরি অফ প্রান-আরএফএল, রিডিফাইনিং অপারচুনেটিজ ইন এডুকেশন, এম্পিপাইং ডিজিটাল উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ স্মার্ট সলিউশনস এবং আমরা কোম্পানীজ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, প্রথমআলোর চীফ টেকনোলজি অফিসার এবং হেড অফ আইটি অনুপ মন্ডল, গ্রামীণফোনের হেড অফ ইন্টারনেট অফ থিংস (আইওটি) ড. রিদোয়ান হাসান খান, বাংলালিংকের পরিচালক (ডিজিটাল সার্ভিস) আবদুল মুকিত আহমেদ, গাজী টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আরমান আশরাফ ফায়িজ, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান প্রমুখ।
সম্মেলনে বক্তারা দুই দেশের তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কি কি করতে হবে সে বিষয়ে মতামত প্রদান করেন।
এর আগে গত ১১ মে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর সাবেক সভাপতি ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (আইবিসিসিআই) এর সভাপতি আবদুল মতলুব আহমেদ, এসএপি ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি ডিরেক্টর (পাবলিক সার্ভিস ইন্ডাস্ট্রি ভ্যালু ইঞ্জিনিয়ারিং এন্ড ডিজিটাল লিডারশীপ) সুব্রত দাস। উদ্বোধনী অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য প্রদান করেন ইনফোকম এর চেয়ারম্যারন দীপঙ্কর দাস পুরকায়স্থ এবং সার্ক সিসিআই এর কাউন্সিল ফর কমিউনিকেশন এন্ড আইটি এর চেয়ারম্যান সাফকাত হায়দার।
এবারের সম্মেলনের প্রিন্সিপাল পার্টনার ছিলো এসএপি। সম্মেলন আয়োজনে সহযোগিতায় ছিলো কলকাতার বেঙ্গল চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (বিসিসিআই) এবং দ্যা ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)।
উল্লেখ্য, এবারের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে ইনফোকমের ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হলো।