ই-কমার্স

ঢাকায় আইপে ফাল্গুনী উদ্যোক্তা হাট

By Baadshah

February 19, 2019

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোক্তা কার্যক্রম “চাকরি খুঁজব না,চাকরি দেব”এর পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। তরুন ও নবীন উদ্যোক্তাদেরপ্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না চাকরি দেব’-এর উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবার সম্ভার নিয়ে আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারিঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে উউম্যান ভলান্টারি এসোসিয়েশনের মিলনায়তেনআইপে ফাল্গুনী উদ্যোক্তা হাটের আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ হাট চলবে। এবারের হাটে প্রায় প্রায় ৪৫ জন উদ্যোক্তা তাদের জামা,কাপড়,খাবার,চামড়া ওচামড়াজাত পন্য,ইলেকট্রনিক্স,ইন্টেরিয়র সামগ্রী,আইটি সেবা প্রদর্শন ওবিক্রি করবেন।হাটের টাইটেলস্পন্সর দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল মানি প্ল্যাটফর্ম আইপে বাংলাদেশ। এ উদ্যোক্তা হাটে অংশ নেবেটেকস্ট্রিম সল্যুশনস,টোটাল অনলাইন সলুশন,কুক্যান্টস লিমিটেড,ডিজিটাল পাওয়ার এন্ড টেকনোলজি,রেজিস্ট্রো,কড়ি ডট কম,শাবাব লেদার,জেটগো,কাশফিয়া বুটিক,অঙ্গ ঢং, ফ্রুইজার বাংলাদেশ,আফরিনা’স কালেকশন,জামিলা,ক্লাউড বেনজ লিমিটেড, ব্রেওন্না,ফুডহাট,প্রিয়বাজার,ইজিয়ার,অদ্ভুত দ্যা শপিং উন্ডার,নায়রী,অচিন,রেনে বাংলাদেশ,সুহায়রা, সফট টেক ইনোভেশন লিমিটেড,সাববাক্স,এম এন্ড বি ইন্টারন্যাশনাল,স্টাইজিন,প্রাইম আইটি লিমিটেড, রঙিনমেলা,ব্র্যান্ড কিডজ,লেজিফগ ডট কম,লিরিক হ্যান্ডিক্রাফটস,হোস্টমাইট,পেপারটুপার্ল বিডি, ডাবটেইল,ওকার , ডায়না হোস্ট লিমিটেড, এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কম ইঞ্জিন, গার্নার্স স্ট্যাশনারী এবং বক্স অব অর্ণামেন্টস। স্ট্রাটেজিক পার্টনার হিসেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং বিডি ভেঞ্চার লিমিটেড।নলেজ পার্টনার হিসেবে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনারশীপ,ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে মন্ত্র এবংওয়েব পার্টনার হিসেবে ভার্চুয়ানিক সলুশনস। মিডিয়া পার্টনার হিসেবে নাগরিক টিভি,ঢাকা এফএম,সি নিউজ,জাগো নিউজ ২৪ ডট কম এবং টেকশহর ডট কম।ইভেন্ট পার্টনার হিসেবেথাকছে জিরো ডিগ্রী কমিউনিকেশন।এছাড়া ফটোগ্রাফী পার্টনার হিসেবে আছে স্টোরি এ্যালবাম।