ইভেন্ট

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্মানিত হলো ‘নগদ’

By Baadshah

February 10, 2019

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যানসিয়াল সেবা ‘নগদ’ এর প্যাভিলিয়ন ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় “সেরা সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন” এর সম্মান অর্জন করেছে। মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি এর কাছ থেকে সম্মাননা গ্রহন করেন নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ডাক বিভাগ দেশের মানুষকে ডিজিটাল আর্থিক সেবা দিতেই ‘নগদ’ নিয়ে কাজ করছে।শতবর্ষী এবং ঐতিহ্যবাহী ডাক বিভাগের আদলে সাজানো হয়েছিলো ‘নগদ’-এর পুরো প্যাভিলিয়ন। প্যাভিলিয়নটির সাজসজ্জা তুলে ধরেছিলো প্রাচীন ডাক বিভাগের ঐতিহ্য।

পোস্ট বক্স ও ডাক হরকরার অবয়ব বলে দেয় দেশের পুরোনো ডাক। তবে ভেতরে প্রবেশ করলেই পাওয়া গেছে‘নগদ’-এর আধুনিক সেবা।