ইভেন্ট

ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট

By Sajia Afrin

December 24, 2024

গত ২০ ডিসেম্বর উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের প্রায় দেড় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান। উক্ত আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহন করে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

আধুনিক তথ্য প্রযুক্তি পণ্য প্রদর্শনের জন্য স্মার্ট টেকনোলজিস এর পক্ষ থেকে একটি পন্য প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্বনন্দিত নেটওয়ার্কিং ব্রান্ড নেটিসের নেটওয়ার্কিং পন্য, স্মার্ট ল্যাপটপ এবং এডিফায়ারের প্রোডাক্ট নিয়ে সাজানো হয় স্মার্ট এর প্যাভিলিয়নটি।

নেটিস ব্রান্ডের পক্ষ থেকে বিভিন্ন মডেলের দুর্দান্ত সব রাউটার প্রদর্শন করা হয় এখানে। তবে এর মধ্যে মূল আকর্ষন ছিল তাদের সদ্য বাংলাদেশের বাজারে আসা নেটিস এনসি৬৩ ডুয়াল ব্যান্ড রাউটার। স্মার্ট টেকনোলজিসের নিজস্ব ব্রান্ড স্মার্ট ল্যাপটপও ছিল এই প্রদর্শনীতে।

স্মার্ট ল্যাপটপ মাত্র ২৮,০০০ টাকায় সাথে ২ বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে, বিষয়টা জানতে পেরে রীতিমত উচ্ছসিত হন প্রাক্তন শিক্ষার্থীরা।

এছাড়াও অডিও সিস্টেমের জন্য জনপ্রিয় ব্রান্ড এডিফায়ারের পক্ষ থেকে ছিল আকর্ষনীয় সব স্পিকার। তবে অনুষ্ঠানে আগত প্রাক্তন শিক্ষার্থীদের বিশেষ আকর্ষন ছিল ইকারাও ব্রেক এক্স২ ছিল।

স্পিকারটির ক্যারাওকে ফিচার ব্যবহার করে প্রাক্তন অনেকেই গান পরিবেশন করেছেন এবং ফিরে গিয়েছেন স্মৃতিমাখা ছাত্রজীবনে। তাছাড়াও, আয়োজনের সবচেয়ে বড় ভিড় লক্ষ্য করা যায় এইচপি প্রিন্টারের ৩৬০ ডিগ্রি ফটোবুথে। এখানে ছবি তুলতে এসে সবাই যেন রীতিমত শিশুসুলভ আনন্দে ভেসে যান সকল প্রাক্তন শিক্ষার্থীগন।

তথ্যপ্রযুক্তি জ্ঞান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজনের সাথে স্মার্ট টেকনোলজিস আরো বেশি যুক্ত হবে বলে আশা করেছেন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টগন।