TechJano

তথ্যপ্রযুক্তিতে হবে সোনার বাংলা: মোস্তাফা জব্বার

ডাক, টেলি যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‌‌বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরি হবে আমাদের তথ্য প্রযুক্তি দিয়েই। যে সোনার বাংলার স্বপ্ন তিনি দেখেছেন তা প্রযুক্তি দিয়ে বাস্তবায়িত হবে।

মোস্তাফা জব্বার বলেন, তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশ পিছিয়ে নেই। বরং এই খাতে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ রয়েছে। সঠিক পথে এ খাতটিকে রাখতে পারলে এর আরও উন্নতি সম্ভব”।

মন্ত্রী বলেন, দেশের যেসব প্রতিষ্ঠান প্রযুক্তি খাতে বিনিয়োগ করবেন সরকার তাদের কর ২০২৪ সাল পর্যন্ত মওকুফ দেয়ার চিন্তা ভাবনা করছে। আশা করছি আগামী বাজেটে এই বিষয়ে ঘোষণা আসবে।

দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধির জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরিতেও সরকার কাজ করছে বলে জানান মোস্তফা জব্বার। তিনি বলেন, সরকারি বিভিন্ন সেবার মাত্র ৪০ ভাগ এখন অনলাইনে দেয়া হয়। এ সংখ্যা শতভাগে নিয়ে আসতে কাজ করছি আমরা।

Exit mobile version