তথ্যপ্রযুক্তি শেখার জন্য অর্থ খরচ করতে পারছেন না? বৃত্তি নিয়ে শিখতে পারেন। বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর উদ্যোগে এবং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর সহযোগিতায় আগামি ৩ মে থেকে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় কারিগরি শিক্ষার ওপর বৃত্তি মেলা।
ড্যফোডিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে একজন শিক্ষার্থীর প্রতিষ্ঠিত হতে দক্ষতার প্রয়োজন অপরিসীম, ক্যারিয়ারের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে হলে অবশ্যই কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা নিশ্চিত করতে হয়। সবার আগে দক্ষতা-এই স্লোগানকে সামনে রেখে এই প্রথম সর্ববৃহৎ পরিসরে বিএসডিআই ও ডিপিআই কারিগরি শিক্ষার ওপর বৃত্তি মেলার আয়োজন করেছে। এই মেলার মাধ্যমে বিএসডিআই সর্বমোট ৪৫টি কোর্সে ১১২৫ জন শিক্ষার্থীকে প্রায় ৬০ লক্ষ টাকার বৃত্তি দেবে।
বৃত্তি মেলায় সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সকল ধরনের স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কোর্স, শিক্ষার্থীদের জন্য থাকবে ১২ টিরও বেশী ফ্রী ওয়ার্কশপ, ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে রয়েছে একাধিক সেমিনার । ৩ মে থেকে ৭ মে পযর্ন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত: ০১৭১৩৪৯৩২৪৬ ।
কিভাবে বৃত্তি পাবেন:
মেলার মাধ্যমে বিএসডিআই সর্বমোট ৪৫টি কোর্সে ১১২৫ জন শিক্ষার্থীকে প্রায় ৬০ লাখ টাকার বৃত্তি প্রদান করবে।
বৃত্তি মেলায় সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সকল ধরনের স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কোর্স, শিক্ষার্থীদের জন্য থাকবে ১২টিরও বেশি ফ্রি ওয়ার্কশপ, ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে রয়েছে একাধিক সেমিনার।
৩ মে থেকে ৭ মে পযর্ন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত তাদের ওয়েবসাইটে দেখে নিন। এ ছাড়া ফোন নম্বরে কল করেও জেনে নিতে পারেন।