TechJano

তারানার কাজের ফসল আসবে কবে?

tarana-halim

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে যেসব কাজ করেছেন, তার ফসল আগামী এপ্রিলে মাসে পাওয়া যাবে বলে দাবি করেছেন তথ্য মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী তারানা হালিম।এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তারানা হালিম বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যেসব কাজ করেছি, তার ফসল তোলার মাস আগামী এপ্রিল। তখন বুঝবেন, আমি সেখানে কী কী কাজ করেছি।
তথ্য মন্ত্রণালয়ে নবনিযুক্ত এই প্রতিমন্ত্রী আরও বলেন, আগের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ সারপ্রাইজ হিসেবে নিজের কাছেই রেখেছিলাম। সম্ভবত আগামী ২৭ ফেব্রুয়ারি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।
তিনি আরও বলেন, টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ৬০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছিলাম, যা একনেকে অনুমোদনও হয়েছিল। কিন্তু নানা কারণে অর্থমন্ত্রী বরাদ্দ দিচ্ছিলেন না। এটা নিয়ে অনেকদিন দেনদরবারও করেছি। আমি একাধিকবার মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। সব শেষে এই রদবদলের সাত-আটদিন আগে অর্থ মন্ত্রণালয় এ টাকা বরাদ্দ করেছে। এখন টাকা ছাড় হলে মেশিন কিনে ইন্সটল করলেই নেটওয়ার্ক সম্প্রসারণ সম্পন্ন হবে।

Exit mobile version