নতুন পন্য

তৈরি হলো বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি!

By Baadshah

September 06, 2018

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন একটি ঘড়ি তৈরি করেছেন যাকে বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি বলা হচ্ছে। তাঁদের দাবি, কাইরোজেনিক সাফ্যায়ার অসিলেটর নামের ঘড়িটি বিশ্বের যেকোনো বাণিজ্যিক সিস্টেমের চেয়ে নিখুঁত। এটি চার কোটি বছরে কোনো সময় নষ্ট করবে না।

গবেষকেরা বলেন, ঘড়িটির সিস্টেম তৈরিতে এক হাজার ২০০ ক্যারাটের স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে যা মাইনাস ২৬৭ ডিগ্রি সেলসিয়াসে শীতল করা হয়।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, কাইরোজেনিক সাফ্যায়ার অসিলেটর অন্যান্য বাণিজ্যিক ঘড়ির চেয়ে হাজার গুন নিখুঁত। এ স্যাফায়ার ঘড়ি তৈরির মূল হচ্ছে, প্রতিরক্ষা রাডার নেটওয়ার্কে রাডার সংকেতের স্পর্শকাতরতার বিষয়টি হালনাগাদ করা। এটি নেটওয়ার্কের স্পর্শকাতরতার বিষয়টি উন্নত করবে।

বর্তমানে ব্যবহৃত রাডার প্রযুক্তির চেয়ে হাজার গুন নিখুঁতভাবে আকাশপথ বা সমুদ্রপথে বৈদেশিক হুমকি শনাক্ত করতে সক্ষম হবে এ প্রযুক্তি।