ইভেন্ট

ত্রিপুরা পাড়া আলোকিত করবে লিটার অফ লাইট বাংলাদেশ এবং শেঠ গ্রুপ

By Baadshah

June 03, 2018

সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরা পাড়ায় বিদ্যুৎ ছাড়া বসবাস করে কয়েক হাজার মানুষ। সেখানে কিছু সোলার ল্যাম্প এবং স্ট্রিটলাইট প্রদান করবে লিটার অফ লাইট বাংলাদেশ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান। আর এই উদ্যোগে আর্থিক সহায়তা দিবে শেঠ গ্রুপ। এ বিষয়ে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর হয় সাউথ আফ্রিকা অনারারি কনসুলেট অফিসে। স্বারকে স্বাক্ষর করেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সাউথ আফ্রিকান অনারারি কনসাল সোলায়মান আলম শেঠ এবং লিটার অফ লাইট বাংলাদেশের নির্বাহী পরিচালক সানজিদুল আলম সিবান শান। লিটার অফ লাইট বাংলাদেশ একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা বাংলাদেশে লাইটস ফাউন্ডেশনের আওতাধীন। এ উদ্যোগে তরুণ স্বেচ্ছাসেবীরা সোলার এবং খুব সহজলভ্য জিনিসপত্র দিয়ে কিছু সোলার ল্যাম্প এবং স্ট্রিট লাইট তৈরি করে। লাইট গুলো প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষ বিদ্যুৎ ছাড়া মানবেতর দিন যাপন করে অন্ধকারে সেখানে বিতরণ করা হয় বিনামূল্যে। সাথে এলাকার মানুষদের শেখানো হয় কিভাবে তারা নিজেরাই লাইট তৈরি করতে পারবে খুব সহজে যাতে কারও সাহায্যের অপেক্ষা না করেই তাঁদের নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে। এই স্বেচ্ছাসেবী উদ্যোগে শেঠ গ্রুপের সহায়তায় সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় ৫০ টি সোলার ল্যাম্প এবং ২০ টি স্ট্রিট লাইট দেয়া হবে। এবং সেখানে স্থানীয়দের নিয়ে কর্মশালা করা হবে লাইট তৈরি শেখানোর জন্য। এতে পরবর্তীতে তাঁদের প্রয়োজানুসারে তারা হাজার হাজার লাইটও তৈরি করে নিতে পারবে। লিটার অফ লাইট বাংলাদেশ বিশ্বের প্রথম নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যারা চায় সমাজে সমস্যা গুলো ভুক্তভূগিরাই সমাধান করা শিখুক, এতে খুব দ্রুত সমস্যার সমাধান সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের হেড অফ এইচআর বসু দেব রুদ্র, লিটার অফ লাইট বাংলাদেশের রবিউল হাসান, ব্রেন্ট রিচার্ডসন, জয়নাব আল গাজ্জালি, জহিরুল জুয়েল, ওবাইদুল কাদের, দেবাশিস চক্রবর্তী, সাকিব নাবিল, অনুরাগ নন্দী, সাজ্জাদ হোসাইন, শাহরিয়ার তামিম সৌরভ, পার্ভেজ নাহিয়ান প্রমুখ।