প্রযুক্তি বিশ্ব

ত্রুটি সারিয়ে ‘ক্রোম ১০২’ উন্মুক্ত করল গুগল

By Baadshah

May 29, 2022

একটি, দুটি নয়; ৩২টি নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছিল ক্রোম ব্রাউজারে। এসব নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের পাশাপাশি সাইবার হামলা চালাতে পারত। আর তাই দ্রুত ৩২টি নিরাপত্তাত্রুটির সমাধান করে ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ১০২’ উন্মুক্ত করেছে গুগল। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজারটি ব্যবহারের সুযোগ মিলবে।

গুগল জানিয়েছে, আগের সংস্করণে থাকা ৩২টি নিরাপত্তাত্রুটির মধ্যে ১টি ছিল ভয়ংকর। আটটি ত্রুটি ব্যবহারকারীদের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারত। নিরাপত্তাত্রুটির সমাধান করার পাশাপাশি নতুন এ সংস্করণে স্টোর রেটিং, কি–বোর্ড শর্টকাট, ভার্চ্যুয়াল ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট সেফটি স্ট্যাটাসসহ বেশ কিছু সুবিধাও যুক্ত করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে সংস্করণটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। সংস্করণটি ডাউনলোড না করলে অনেক ব্যবহারকারী নিরাপত্তার শঙ্কায় থাকবেন। আর তাই দ্রুত সংস্করণটি ডাউনলোডের অনুরোধ জানিয়েছে গুগল।