TechJano

দরকারি মোবাইল অ্যান্টিভাইরাস অ্যাপ এভাস্ট মোবাইল সিকিউরিটি

এভাস্ট মোবাইল সিকিউরিটি নামের একটি অ্যাপ আছে তা যেমন অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে তেমন তা হারিয়ে গেলেও খুঁজে দিতে পারে।
একটি কম্পিউটারে যেমন এন্টিভাইরাস এর প্রয়োজন হয় তেমনি একটি মোবাইলে ও এন্টিভাইরাস এর প্রয়োজন হয় বিশেষ করে ফোনটি যখন এন্ড্রয়েড চালিত ফোন হয়। একটি কম্পিউটার যেমন ভাইরাস এ আক্রান্ত হতে পারে তেমনি একটি মোবাইল ফোন ও ভাইরাস এ আক্রান্ত হতে পারে। পাশাপাশি, এভাস্ট চুরি হওয়া মোবাইল নিরাপত্তা এবং ফোনটি ব্যবহারকারীদের ফিরে পেতে অনেক সহায়তা করে।

এটি অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা দেওয়ার অ্যাপ। একই সঙ্গে অ্যান্টিভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করে। এতে App Disguiser ও Stealth Mode নামে দুটো বিশেষ সুবিধা রয়েছে। এই অ্যাপটি ব্যবহারকারী চাইলে লুকিয়ে রাখতে পারেন। যদি ফোনটি চুরি হয়ে যায়, তবে অ্যাপটি আনইনস্টল করার পদ্ধতিটি বেশ জটিল। হারানোর পরে ফোনটি খোঁজা শুরু হলেই অ্যাপটি আনইনস্টল করা একরকম অসম্ভব। অ্যাপটি নিজে থেকেই সিস্টেম রিস্টোর করতে পারে এবং ফোনের ইউএসবি পোর্ট বন্ধ করে দিতে পারে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/vKe2Q লিংক থেকে।

Exit mobile version