দেশ

দরিদ্র ও অসহায়দের মাঝে ফ্রেন্ডস ফাউন্ডেশন ২০০১ এর কম্বল বিতরণ

By Sajia Afrin

January 20, 2024

এই তীব্র শীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফ্রেন্ডস ফাউন্ডেশন–২০০১। মেহেরপুর জেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ সালের ব্যাচের শিক্ষার্থীরা মিলে স্বেচ্ছাসেবমূলক এ ফাউন্ডেশন গড়ে তোলে।

এখান থেকে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ অসহায় ও দরিদ্রদের সহায়তায় নানা কর্মসূচি নেওয়া হয়। সেই ধারাবাহিকতায বন্ধুদের সহায়তায় মেহেরপুর এলাকার ১২০ জনের বেশি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এ সংগঠনটি।

আজ শুক্রবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষকদের হাত থেকে শীতবস্ত্র নেন দরিদ্ররা। এ সময় শিক্ষকেরা এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

কম্বল হাতে পেয়ে একজন বলেন, ‘এই শীতে এ কম্বল হাতে পেয়ে অনেক উপকার হল। আমাদের এলাকায় ম্যালা শীত। এ রাম কম্বল শীত ভাঙাতি পারবি। তোমাদের জন্য দোয়া রইল।’

কম্বল বিতরণের সময় আমঝুপি হাই স্কুলের শিক্ষার্থী ও ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি মো. মিন্টু হোসেন বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। এরকম উদ্যোগ ভবিষ্যতে আরও নেওয়া হবে। বন্ধুদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।