বেসিস সফটএক্সপো সম্পর্কে এক সাংবাদিক বললেন, ভাই কোনো লোক নাই। মেলা প্রসঙ্গে রাহিতুল ইসলাম তার ফেসবুকে লিখেছেন-মেলা ঘুরে দর্শনার্থী খুব একটা চোখে পড়েনি। মূল ফটকের সামনে নিবন্ধন বুথও ছিলো ফাঁকা। আইসিটি সাংবাদিক খালেদ স্যাইফুল্যাহ তার ফেজবুকের এক পোষ্টে লিখেন “এইবারের বেসিস সফটএক্সপো ২০১৮’র পুরো আয়োজনটাই কেমন যেন ছন্দহীন!” দর্শনার্থী শুন্য মেলা চলছে এবার। ক্রেতা-দর্শনার্থীশূন্যতার মধ্য দিয়ে চলছে চার দিনব্যাপী ‘বেসিস সফটএক্সপো ২০১৮’ । মেলার প্রথম দিনে দর্শনার্থীদের সমাগম তেমন একটা দেখা যায়নি। তবে সন্ধ্যার পর কিছু দর্শনার্থীকে আসতে দেখা গেছে। ‘ডিজাইনিং দ্য ফিউচার’ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) হলোগ্রাফিক রোবট মায়ার সাহায্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত ছিলেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, এক্সপোর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরসহ বেসিসের কার্যনির্বাহী পরিষদ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত তথ্যপ্রযুক্তির বৃহত্তম প্রদর্শনী সফটএক্সপোতে এবার প্রায় দুইশো দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এক সাংবাদিক লিখেছেন, সরজমিনে বিকেলে মেলা ঘুরে দেখা গেছে, মেলায় দর্শনার্থীদের আনাগোনা নেই বললেই চলে। ছোট-বড় সব ধরনের স্টল ও প্যাভেলিয়নে ক্রেতা-দর্শক শূন্য দেখা গেছে।