TechJano

দাম কমল স্যামসাং ফোনের, কোন ফোনের কত দাম

সাশ্রয়ী দামে ক্রেতাদের স্মার্টফোন ক্রয়ের সুবিধা দিতে স্যামসাং বাংলাদেশ নির্ধারিত গ্যালাক্সি ডিভাইসে দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এ সিরিজের নির্ধারিত স্মার্টফোনগুলোতে এ ছাড় সুবিধা দিচ্ছে।

ক্রেতারা নির্বাচিত কিছু রিটেইল স্টোর অথবা গ্যালাক্সিশপবিডি.কম (galaxyshopbd.com) থেকে নিচের গ্যালাক্সি এ সিরিজ ডিভাইসগুলো কিনতে পারবেন।

ক্রেতারা ৬০০ টাকা ছাড়ে ৬,৯৯০ টাকায় গ্যালাক্সি এ২ কোর, ৫০০ টাকা ছাড়ে ১৫,৪৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৩/৩২ জিবি), ৫০০ টাকা ছাড়ে ১৬,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৪/৬৪ জিবি), ১,০০০ টাকা ছাড়ে ১৮,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ৩০এস (৪/৬৪ জিবি), ১,০০০ টাকা ছাড়ে ২০,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ৩০এস (৪/১২৮ জিবি) এবং স্যামসাং এর জনপ্রিয় দুটি ডিভাইস – ২২,৯৯০ টাকায় (৪,০০০ টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ৫০ (৪/৬৪ জিবি) এবং ২৭,৫৯৯ টাকায় (১,০০০ টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ৫০এস (৬/১২৮ জিবি) কিনতে পারবেন। এছাড়াও, ক্রেতারা ৩,০০০ টাকা ছাড় সুবিধায় স্যামসাং এর মিড রেঞ্জের গ্যালাক্সি এম৪০ ক্রেতারা কিনতে পারবেন ২১,৪৯০ টাকায়।

অফারটি ৩০ জুন পর্যন্ত উপভোগ করা যাবে।

Exit mobile version