বাছাই খবর

দাম বাড়ছে সব হিরো বাইকের!

By Baadshah

July 10, 2018

সব ধরনের মোটরসাইকেলের দাম বাড়াচ্ছে হিরো মোটর কর্পোরেশন। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মোটরসাইকেল তৈরির কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো গাড়ির বর্ধিত মূল্য ঘোষণা করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে তাদের এক্স-শোরুমে মোটরসাইকেলের দাম অন্তত ৫০০ টাকা বাড়বে।

জানা গেছে, চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে ভারতে ২১ লাখ বাইক বিক্রি করেছে হিরো। প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী মাসেও বাইক বিক্রি এই একই গড় ধরে রাখতে পারবে। সব মিলিয়ে হিরোর বাজার এখন বেশ ভালই যাচ্ছে।

ভারতে বাইক বিক্রির ক্ষেত্রে সংস্থার দীর্ঘ দিনের সুনাম আর ভারতে বর্ষায় বিগত কয়েক বছরের বাইক বিক্রির পরিসংখ্যানের উপর ভিত্তি করেই এই আশা করা হচ্ছে।

আগামী কয়েক মাসে একাধিক নতুন বাইক বাজারে আনতে চলেছে হিরো। তার মধ্যে রয়েছে এক্সট্রিম ২০০ আর, ১২৫ সিসির স্কুটার হিরো ডুয়েট ১২৫ আর, হিরো মাস্ট্রো এজ ১২৫। ফলে দাম বৃদ্ধির কোনও প্রভাব বাইকের ব্যবসায় পড়বে না বলেই বিশ্বাস সংস্থার।

তথ্যসূত্র:জিনিউজ