TechJano

দারাজ মার্ট কি? দারাজ মার্টে সুবিধা কী কী?

সর্বোচ্চ গ্রাহকসন্তুষ্টি নিশ্চিত করতে দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের (https://www.daraz.com.bd/) ‘দারাজমার্ট’ সম্প্রতি নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস !। ফলে সেইম-ডে ডেলিভারি সুবিধার আওতায় ক্রেতারা এখন দারাজ থেকে তাদের পছন্দের ও প্রয়োজনীয় দৈনন্দিন পণ্য যেদিন অর্ডার করবেন সেই দিনেই পেয়ে যেতে পারেন।
ট্রাফিক জ্যাম, দুঃসহ গরম এবং বাজারের ভিড়-ভাট্টা, কেনাকাটার গোটা অভিজ্ঞতাকে অনেকটাই অসহনীয় করে তুলেছে। এ দিকটি মাথায় রেখে অনেকেই তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো কিনতে এখন অনলাইন মাধ্যম ব্যবহার করছেন। তবে অনলাইন শপগুলো সাধারণত একই দিনে পণ্য ডেলিভারি করে থাকেনা এবং প্রি-অর্ডারভিত্তিক ডেলিভারির ক্ষেত্রে অনেক বেশি সময় নেওয়ার মত নানা সীমাবদ্ধতার মধ্যে থাকে। সেইম-ডে ডেলিভারি, অর্থাৎ অর্ডারের দিনেই কাঙ্ক্ষিত পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে ভোক্তাদের জীবন সহজ করার জন্য দারাজ বাংলাদেশের অনলাইন গ্রোসারি প্লাটফর্ম দারাজমার্ট নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস।
সাশ্রয়ী ও আকর্ষণীয় মূল্যে সবচেয়ে বেশি পণ্যের সমাহার নিয়ে গ্রোসারি এবং অন্যান্য প্রয়োজন মেটাতে সেরা সমাধান দেবে দারাজমার্ট। একই দিনে ডেলিভারি নিশ্চিত করতে হলে গ্রাহকদেরকে রাত ১২টা থেকে সকাল ১১টার মধ্যে অর্ডার দিতে হবে। সকাল ১১টার পর অর্ডার দেওয়া হলে, তা পরদিন ডেলিভারি দেওয়া হবে। বর্তমানে, ঢাকা মেট্রো (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রামে (মেট্রো এলাকা) এফবিডি বা দারাজের গুদামজাত পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ কেজি পর্যন্ত কেনাকাটায় এই সুবিধা দেবে দারাজমার্ট।
এ বিষয়ে, দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বলেন, ‘পরদিন এবং একই দিন ডেলিভারি সেবা – দুটিই দ্রুতবর্ধনশীল ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। বর্তমানের ব্যস্ত জীবনযাত্রাকে একটু সহজ করতে গ্রাহকরা এমন ডেলিভারি মাধ্যমের খোঁজ করে থাকেন যা তাদের সময় এবং খরচ বাঁচায়। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ভোক্তাদের জন্য দারাজ মার্টের এক্সপ্রেস ডেলিভারি সেবা নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য হল ভোক্তাদেরকে দ্রুততর ডেলিভারি সেবার আওতায় নিয়ে আসা, যেন তারা দারাজে কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট হতে পারেন। আশা করি দারাজ মার্টের সেবা নিয়ে আমাদের গ্রাহকেরা সন্তুষ্ট হবেন!”
দারাজ মার্টের মাধ্যমে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে ভিজিট করুন https://click.daraz.com.bd/e/_6xxOW
দারাজ:
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশো’রও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি ৯০ লাখের বেশি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ। দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে ৫ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে, বিশেষত তাদের ই-কমার্স অপারেশনগুলোকে মাথায় রেখে ‘দারাজ এক্সপ্রেস’ (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে। দারাজ বিদ্যমান এবং নতুন লজিস্টিক সরবরাহকারীদের ডিজিটালকরণে সহায়তা করছে। ২০১৮ সালে আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে এবং ‘ডিজিটাল অর্থনীতির যুগে যেকোন স্থানে ব্যবসা সহজীকরণ’- এই লক্ষ্যের অংশ হিসেবে দারাজ গর্বের সাথে কাজ করে চলেছে। আলীবাবার অংশ হিসেবে, দারাজ বাজারে তার প্রতিষ্ঠানগত উন্নয়নে আলীবাবার নেতৃত্ব এবং প্রযুক্তি, অনলাইন বাণিজ্য, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকের অভিজ্ঞতাকে ব্যবহার করছে।

Exit mobile version