- ঈদের আগেই যেন ঈদের খুশি! ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ১২০ হার্জ স্মুথ ডিসপ্লের মত দারুণ সব ফিচার নিয়ে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই২৯ স্মার্টফোন।
দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ টেকসই নানা ফিচারের মিশেলে তৈরি ভিভো ওয়াই২৯ এর বড় আকর্ষণ হলো এর ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা এক চার্জেই সারাদিন ব্যবহার নিশ্চিত করে। সাথে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির সাহায্যে দ্রুত চার্জ করে নিরবচ্ছিন্ন ব্যবহারের অভিজ্ঞতা দেয়। এছাড়া ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ব্যাটারির পারফরম্যান্স ও কুলিং সিস্টেম উন্নত করেছে, যা ফোনটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে।
ডিজাইনের দিক থেকেও ভিভো ওয়াই২৯ গ্রাহকদের নজর কাড়বে। অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ও স্কট শিল্ড গ্লাস ব্যবহারের কারণে ফোনটি অত্যন্ত টেকসই, এমনকি দুর্ঘটনায় পড়ে যাওয়া বা ধাক্কা সহ্য করতেও সক্ষম। টেকসই নানা ফিচারের প্রমাণ দিয়ে ফোনটি পেয়েছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন। স্মার্টফোনটির মেটালিক হাই-গ্লস ফ্রেম ও ছোট থ্রিডি প্লেট ডিজাইন দিচ্ছে স্টাইলিশ ও আরামদায়ক গ্রিপ। “এলিগেন্ট হোয়াইট” ও “নোবেল ব্রাউন” নামের দু’টি অনন্য রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২৯।
মসৃণ মাল্টিটাস্কিং ও গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। এছাড়াও ৬.৬৮ ইঞ্চির ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে এবং ১০০০ নিটস ব্রাইটনেস ব্যবহারকারীদের দেয় উজ্জ্বল ও স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা, যা সরাসরি সূর্যের আলোতেও ব্যবহারযোগ্য। এতে টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশনের মাধ্যমে চোখের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
ভিভো ওয়াই২৯-এ রয়েছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স যা ধুলাবালি-পানি থেকে ফোনটিকে দেবে সুরক্ষা। এছাড়াও ডুয়াল স্টেরিও স্পিকার এবং ৪০০% অডিও বুস্টারের মাধ্যমে ফোনটি একটি সমৃদ্ধ অডিও অভিজ্ঞতা প্রদান করে। সেই সাথে ভিভো ওয়াই২৯-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ অত্যাধুনিক এআই ফিচার।
নতুন প্রযুক্তির টেকসই ফিচারের ভিভো ওয়াই২৯ স্মার্টফোনটি পাওয়া যাবে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম, যার মূল্য ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের ভিভো ওয়াই২৯ স্মার্টফোনের দাম পড়বে যথাক্রমে ২১,৯৯৯ এবং ১৯,৯৯৯ ও টাকা।
ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।