বাছাই খবর

দুই ইঞ্জিনের এ কেমন বাইক!

By Baadshah

September 21, 2018

ভারতে অন্যতম জনপ্রিয় বাইক প্রস্তুতকারক রয়েল এনফিল্ড। এই প্রথম রয়েল এনফিল্ড তাদের কন্টিনেন্টাল জিটি ৬৫০ আর ইন্টারসেপ্টার ৬৫০ বাইক দুটিতে শক্তিশালী প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করেছে। এবার বিশ্বের ৩৫০ সিসি আরে ৭০০ সিসি ইঞ্জিনের বাইকের বাজারও দখল করতে প্রস্তুত রয়েল এনফিল্ড।

এতে প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনকে অনেকে ভি ইঞ্জিন নামেও চেনেন। সাধারণত স্পোর্টস, রেসিং বাইকে বা ক্রুজার বাইকে এই এই ধরনের টুইন ইঞ্জিন ব্যবহৃত হয়।

ভারতে তরুণদের কাছে ভীষণ জনপ্রিয় রয়েল এনফিল্ড। গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একের পর এক নতুন ফিচারের বাইক নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড। থান্ডারবার্ড, ক্লাসিক ৩৫০, হিমালয়ানের মতো আকর্ষণীয় বাইকের পর আরও একটা নতুন বাইক নিয়ে এলো প্রতিষ্ঠানটি।

ভারতে রয়েল এনফিল্ডের নতুন বাইকের দাম ৪ লাখ রুপি।

যা আছে এই বাইকে: