আগামী ৩১ মার্চ দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে মনোনয়ন ফরম জমা দেওয়ার কার্যক্রম। বুধবার সকালে মনোনয়ন ফরম জমা দেন সলিউশন নাইনের প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা সহিবুর রহমান খান রানা। এসময় তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘আমি বেসিসের নতুন নেতৃত্বে আসতে চাই। আর কাজ করে যেতে চাই বেসিসের সদস্যদের জন্য।’ রানা বলেন, দুটি লক্ষে নির্বাচন করছি। একটি হচ্ছে দেশীয় সফটওয়্যার এক্সপোর্টে ভূমিকা রাখা ও সদস্যদের কল্যাণে কাজ করা। এখনো কোনো নির্দিষ্ট প্যানেলে যুক্ত হননি তিনি। তবে ভালো প্যানেলের সঙ্গে থাকবেন। সহিবুর রানা আরও বলেন, ‘আমি সদস্যদের অনুরোধেই নির্বাচনে দাড়িয়েছি। এই সদস্যরাই আমাকে নির্বাচিত করবে।’ রানা মনোনয়ন ফরম জমা দিতে ভিড় করে সাধারণ সদস্যরা। যদিও তিনি কোনো প্যানেলের হয়ে নির্বাচন করছেন না। তারপরেও বেসিসের একাধিক সদস্য সমর্থন করছেন রানাকে। অভো টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকতা খালিদ সাইফুল্লাহ বলেন, ‘আমরা চাই বেসিসের নেতৃত্বে এমন একজন আসুক যিনি আমাদের কথা ভাববে। আমার মনে হয় রানা এই দায়িত্বটি ভালোভাবে পালন করবে।’ মাক্স আইটির প্রধান নির্বাহী কর্মকতা মাহাবুব হাসান বলেন, ‘আমরা এমন একজনকে বেসিসের নতুন নেতৃত্বে দেখতে চাই যে সদস্যদের বিপদে আপদে দাঁড়াবে। সদস্যদের জন্য কাজ করবে। আমরা দেখে আসছি রানা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। রানার জন্য অনেক শুভকামনা। আগামী ১ মার্চ মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ সময়। এখন পর্যন্ত ২৭ জন মনোনয়ন ফরম নিয়েছেন।