ট্রেন্ডিং

দুই সপ্তাহ ধরে গুহায় আটক ফুটবল দলকে উদ্ধারে এগিয়ে আসলেন ইলন মাস্ক

By Baadshah

July 06, 2018

থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি গুহায় আটকে পড়া দেশটির ১২ সদস্যের কিশোর ফুটবল দল ও তাদের কোচকে উদ্ধারে সহায়তা করতে চান মার্কিন প্রকৌশলী ইলন মাস্ক। এক টুইট বার্তায় স্পেসএক্স, টেসলা এবং বোরিং কোম্পানি প্রধান মাস্ক বলেন, থাই ফুটবল দলকে উদ্ধারে “সহায়তা করতে পারলে তিনি খুশি হবেন।”

টুইটারে এক গ্রাহক মাস্ককে প্রশ্ন করেন, দুই সপ্তাহ ধরে গুহায় আটকে পড়া দলটি উদ্ধারে তিনি কোনো সহায়তা করতে পারেন কিনা। কয়েক ঘণ্টা পর ইতিবাচক উত্তর দিয়েছেন মাস্ক, বলা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে।

ইতোমধ্যেই দলটি উদ্ধারে জটিল অভিযানের জন্য সারা বিশ্ব থেকে একটি দল গঠন করা হয়েছে। মাস্ক যদি এতে অংশ নেন তবে কীভাবে তিনি সহায়তা করবেন তা এখনও স্পষ্ট নয়।

যে গুহায় দলটি আটকা পড়েছে সেটিকে অভিশপ্ত হিসেবে বিবেচনা করা হয়। বোরিং কোম্পানির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ভূপৃষ্ঠের নিচ দিয়ে টানেল খননে সক্রিয়ভাবে কাজ করছেন মাস্ক। ভবিষ্যত প্রজন্মের দ্রুত গতির যাতায়াত ব্যবস্থা লুপের জন্য দেশটির মূল শহরগুলোতে টানেল খনন করছে তার প্রতিষ্ঠান।

এদিকে, মাস্ক টুইটারে ভক্ত আর অন্যদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছেন। চলতি বছর এপ্রিল আর মে মাসে তিনি চারগুণ টুইট করেছেন। সংবাদ সাইট কোয়ার্টজ-এর হিসাবে টুইটারে তার মোট যোগাযোগের ৮০ শতাংশই ছিল কোনো টুইটের জবাব, মূল পোস্ট নয়।

 

আরও পড়ুন:

গুহায় আটকে পড়া ১৩ জনকে বের করা যাবে কী?