TechJano

দুর্দান্ত সব ফিচার নিয়ে এ মাসেই আসছে ‘নোকিয়া এক্স ৬’!

নতুন করে লঞ্চ করে গত কয়েক বছরে আবার ধীরে ধীরে নিজেদের গ্রাহকদের মন জয় করতে শুরু করেছে নোকিয়া। মালিকানা বদলালেও ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের ভালোবাসা এখনো দেখা যাচ্ছে গ্রাহকদের মধ্যে। আর নোকিয়ার নতুন ফোনের নাম হয়েছে নোকিয়া এক্স। মে মাসেই চীনে লঞ্চ হয়েছে নোকিয়া-র এই বাজেট ফোনটি।

অনেক দিন ধরেই অপেক্ষা ‘নোকিয়া এক্স ৬’-এর গ্লোবাল লঞ্চের। জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই হংকং-এও লঞ্চ হবে ‘নোকিয়া এক্স ৬’। যদিও হংকং-এ এই ফোন ‘নোকিয়া ৬.১ প্লাস’ নামে লঞ্চ করবে বলে জানানো হয়েছে সেখানকার একটি পত্রিকায়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক নোকিয়া এক্স ৬-এর স্পেসিফিকেশন।

উল্লেখ্য, আইফোনের মতো একই ডিসপ্লে বানিয়ে গ্রাহকদের মন জয় করতে চাইছে নোকিয়া। ভারতে ‘নোকিয়া এক্স ৬’-এর দাম ১৩,৮৯০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version