টেলিকম

দু–এক মাসে দেশে মাদারবোর্ড উৎপাদন

By Baadshah

February 14, 2019

দু–এক মাসের মধ্যে বাংলাদেশে কম্পিউটারের মাদারবোর্ড উৎপাদন হবে। বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ–সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের মধ্যে কম্পিউটার উৎপাদন করে বিদেশে রপ্তানির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগের আমলে ১৯৯৮-৯৯ সালে কম্পিউটারের ওপর ট্যাক্স-ভ্যাট প্রত্যাহারের ফলে কম্পিউটার শিক্ষায় ব্যাপক প্রভাব পড়েছে। সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের সুফল ভোগ করছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালের ৬ অগাস্ট টাস্কফোর্সের এক সভার কথা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সেদিন যা বলেছিলেন তা এখন বাস্তবে ঘটছে। মোস্তাফা জব্বার বলেন, ‘আমি একটা সুখবর দিতে চাই। আগামী দু–এক মাসের মধ্যে আমরা দেশে কম্পিউটারের মাদারবোর্ড উৎপাদনে সক্ষম হব। আশা করি, কম্পিউটার দেশে উৎপাদন করে বিদেশেও রপ্তানি করতে পারব।’ অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট–১ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এমন কোনো চুক্তির মাধ্যমে দেওয়া হয়নি যে কেবল তারাই এটা নিতে পারবে। কোথাও যদি এ ধরনের খবর প্রকাশিত হয়ে থাকে তা সঠিক নয়। ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে ফোরজি মোবাইল সেবা চালু হয়েছে। বর্তমানে দেশে ফোরজি টাওয়ারের সংখ্যা ১৫ হাজার ৫০৯টি এবং দেশের প্রায় ৬৫ শতাংশ এলাকা ফোরজির আওতাভুক্ত। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ফাইভজি সেবা চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বের কোনো দেশে এখনো বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু হয়নি, হলে বাংলাদেশেও চালু হবে।