TechJano

দেশকে রোবটিক্সে উন্নত করার স্বপ্ন তাদের চোখে

দেশকে রোবটিক্সের ক্ষেত্রে উন্নত দেশের কাতারে নিতে ভূমিকা রাখতে চায় কিশোররা।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট ডি চ্যালেঞ্জে অংশ নিয়ে বাংলাদেশের তিন কিশোর একটি স্বর্ণসহ ছয়টি পুরক্সার জেতে। দেশে ফিরে এসে টেকশহরডটকমের অতিথি হয়ে এসে নিজেদের ইচ্ছের কথা জানান তারা।

রাফিহাত সালেহ চৌধুরী, কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসির তাহরীম দেশে রোবট তৈরির জন্য এবং রোবট নিয়ে যাতে গবেষণা করা যায় এমন ল্যাব প্রতিষ্ঠার দাবি জানান।

তারা বলেন, অল্প সময়ের প্রস্তুতি নিয়েই তারা এই সাফল্য পেয়েছে। যদি দীর্ঘ মেয়াদী প্রস্তুতি এবং রোবটিক্স সম্পর্কে ভালো করে জানতে পারেন তাহলে যেকোনো দেশকেই তারা হারাতে সক্ষম হবে। এজন্য রোবট তৈরির টুল, কিট দেশে যেন সহজলভ্য হয় সেদিকে দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

এর আগে এই তিন কিশোর গত ডিসেম্বরে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে। সেখানে প্রথমবারের মতো অংশ নিয়েই স্বর্ণ জিতে নেয় তারা। এছাড়াও কিছু সম্মানজনক পুরস্কারও জেতে তারা।

Exit mobile version