TechJano

দেশীয় কর্পোরেটদের এগিয়ে আসার আহ্বান স্টার্টআপ সেক্টরে

দেশের স্টার্টআপকে এগিয়ে নিতে বিদেশি ফান্ডের পাশাপাশি দেশিয়দের এগিয়ে আসতে হবে বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা। একই সঙ্গে দেশীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এই সেক্টরে আসার আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ১৬ তম বেসিস সফটএক্সপো উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্টার্টআপ প্রতিষ্ঠানের বর্তমান প্রেক্ষাপট’ ‌শীর্ষক সেমিনারে এই আহ্বার জানানো হয়।

বেসিস সফট এক্সপো ২০২০ এর তৃতীয় দিন শনিবার (৮ ফেব্রুয়ারি) হল-১ এর সেমিনার হলে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এআর কমিউনিকেশনের এম আসিফ রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন, স্টার্টআপ বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ মুজিবুল হক, বাংলাদেশ এজেলস নেটওয়ার্কের সিইও নিরর্জর রহমান, অলিপিক ইডাস্ট্রিস লি. এর ডিরেক্টর তারভীর আলি।

Exit mobile version