ই-কমার্স

দেশের বাজারে যাত্রা শুরু করল নতুন ই-কমার্স সাইট ওয়াটার লোটাস

By Editor

May 19, 2019

নতুন ই-কমার্স সাইট ওয়াটার লোটাস। এ সাইটে নানা ধরনের কসমেটিকস, পারফিউম থেকে শুরু করে বিভিন্ন অরনামেন্টস ও শাড়ি পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে এই সাইটে নানা ধরনের হোম অ্যাপ্লায়েন্সের পণ্যও যোগ করা হবে বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওয়াটার লোটাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে পণ্যের ফরমাশ দিলে তা ক্রেতার ঠিকানায় পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি।

অনলাইন পেমেন্টসহ সহজে অর্থ পরিশোধের সুবিধা রয়েছে ওয়াটার লোটাসে। এর উদ্যোক্তারা জানান, সরাসরি উৎপাদনকারীদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে অনলাইনে বিক্রি করেন তাঁরা। পণ্যের গুণগত মান রক্ষার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বিস্তারিত https://waterlotusbd.com/ থেকে জানা যাবে।