নতুন পন্য

দেশের বাজারে ১০ম প্রজন্মের ল্যাপটপ

By Baadshah

November 05, 2019

প্রথম বারের মত বাংলাদেশের বাজারে মিলছে ১০ম প্রজন্মের ল্যাপটপ। দুইটি মডেলে এসার ব্র্যান্ডের ল্যাপটপটি পরিবেশন করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। মডেল দুটি হচ্ছে এসার এস্পায়ার এ৫১৫-৫৪জি-৫০ডব্লিউসি এবং এসার এস্পায়ার এ৩১৫-৫৫জি-৩১জিজে।

পরিবেশক প্রতিষ্ঠান জানিয়েছে, এসার এস্পায়ার এ৫১৫-৫৪জি-৫০ডব্লিউসি ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ১০ প্রজন্মের ১০২১০ইউ মডেলের কোর আই ফাইভ প্রসেসর যার ক্যাশ মেমোরি ৬এম এবং স্পীড ৪.১০ গিগাহার্জ পর্যন্ত। তাছাড়াও রয়েছে ৮ জিবি ডিডিআরফোর র‌্যাম, ২ টেরাবাইট হার্ডড্রাইভ, এমএক্স ২৫০ মডেলের ২ জিবি গ্রাফিক্স কার্ড, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই, ব্যাকলিট কীবোর্ড, উইন্ডোজ ১০ এবং ২ বছরের বিক্রয়োত্তর সেবা। রুপালি রঙ্গের এই ল্যাপটপটির খুচরা মূল্য ৭১৫০০ টাকা।