দেশ

দেশে আসলো তিন ক্যামেরার হুয়াওয়ে পি২০ প্রো, চলছে প্রি অর্ডার

By Baadshah

May 31, 2018

দেশের বাজারে পি২০ প্রো মডেলের নতুন স্মার্টফোন উন্মুক্ত করল হুয়াওয়ে। রাজধানীতে হুয়াওয়ের নিজস্ব এক্সপেরিয়েন্স সেন্টারে ফোনটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব আল হাসান অতিথি হিসেবে নতুন স্মার্টফোন উদ্বোধন করেন। স্মার্টফোনটিতে বিশ্বের প্রথম লাইকা লেন্সের তিন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে থাকছে ৩টি ব্যাক ক্যামেরা, যা তৈরিতে কারিগরি সহযোগিতা করেছে লাইকা। ক্যামেরা তিনটির মূল সেন্সর ৪০ মেগাপিক্সেল, সাদাকালো সেন্সরের রেজুলেশন ২০ মেগাপিক্সেল আর জুম বা টেলিফটো ক্যামেরার রেজুলেশন ৮ মেগাপিক্সেল। ফটোগ্রাফির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ফোনটি। সেলফি ক্যামেরা থাকছে ২৪ মেগাপিক্সেল।এছাড়াও দেয়া হয়েছে ৬ দশমিক ১ ইঞ্চি নচযুক্ত অ্যামোলড ডিসপ্লে, কিরিন ৯৭০ অক্টাকোর প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ, অ্যান্ড্রয়েড ৮ দশমিক ১ ওরিও অপারেটিং সিস্টেম, ডুয়াল সিম ও ফোরজি সমর্থন। রয়েছে ৪০০০ এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি। পারফরমেন্স, ব্যাটারি লাইফ ও ফটোগ্রাফি তিনটি ক্ষেত্রেই রয়েছে এআই সুবিধা।

ডিভাইসটি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান। উপস্থিত ছিলেন হুয়াওয়ে কনজুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যারন শি, গ্রামীণফোনের হেড অফ ডিভাইস সরদার শওকত আলী এবং হুয়াওয়ে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর এবং ক্রিকেটার সাকিব আল হাসান।হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর অ্যারন বলেন, ‘ডিজাইন এবং সৃষ্টিতে আমরা শিল্পীদের কাছ থেকে অনুপ্রেরণা নেই। লাইকার সঙ্গে আমাদের সফল সম্পর্কের ভিত্তিতেই হুয়াওয়ে পি২০ সিরিজের এই যাত্রা। হুয়াওয়ে পি২০ প্রোর তিনটি লাইকা ব্যাক ক্যামেরা এবং শক্তিশালী এআই ফিচারগুলো সহজেই গ্রাহকের মন কাড়বে বলে আমাদের বিশ্বাস।’

হুয়াওয়ে পি২০ প্রো ফোনটির প্রি অর্ডার ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে। বুকিং মানি ধরা হয়েছে ১০ হাজার টাকা। প্রি অর্ডার করলে ফোনটি ২৪ মাসের কিস্তিতে কেনা যাবে। সঙ্গে গ্রামীণফোন সিম ব্যবহার করলে ৬ গিগাবাইট ফ্রি ডেটা এবং ‘প্লে উইথ সাকিব’ অফার পাবেন গ্রাহকরা। ৫ জুন থেকে গ্রাহকরা ফোনটি হাত পাবেন। ফোনটির মূল্য ধরা হয়েছে ৮২ হাজার ৯৯০ টাকা।