TechJano

দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৮ কোটি ৪৫ লাখ

দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটি ৪৫ লাখ ৪৫ হাজার। এক মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ১৪ লাখ বেড়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী ছিল আট কোটি ৩১ লাখ ৪১ হাজার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মার্চ মাসের ইন্টারনেট ব্যবহারকারীর যে হিসাব প্রকাশ করেছে সেখানে এই গ্রাহকসংখ্যার কথা বলা হয়েছে।বিটিআরসি বলছে, দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সাত কোটি ৮৭ লাখ ৮৯ হাজার। যা আগের মাসের চেয়ে অন্তত ১৩ লাখ বেশি।

মূলত ফেব্রুয়ারিতে দেশে ইন্টারনেটে ফোরজির যুগে প্রবেশ করার পর থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে।অন্যদিকে মার্চে ওয়াইম্যাক্স ইন্টারনেট ৮৭ হাজার এবং আইএসপি ও পিএসটিএন মিলিয়ে ৫৬ লাখ ৬৯ হাজার ব্যবহারকারী রয়েছে।দেশে ফোরজি চালু হওয়ার পর থেকে প্রতিমাসেই উলম্ফন দেখা গেছে ইন্টারনেট ব্যবহারে। এর বেশিরভাগই যোগ হয়েছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে।

উল্লেখ্য, তিন মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করেন, তাঁকে সক্রিয় ব্যবহারকারী হিসেবে গণ্য করা হয় বলে বিটিআরসির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version