টেলিকম

দেশে ফাইভ জি’র পরীক্ষা ২৫ জুলাই

By Baadshah

July 09, 2018

পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা ফাইভ জি’র পরীক্ষা হবে আগামী ২৫ জুলাই। বাংলাদেশে মোবাইল প্রযুক্তি সেবা ফাইভ জি’র পরীক্ষা চালাবে চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ও বেসরকারি অপারেটর রবি’র নেটওয়ার্ক ব্যবহার করে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ পরীক্ষা চালানো হবে।

ওই একই দিন একই ভেন্যুতে ‘বাংলাদেশ ফাইভ জি সামিট’-এর আয়োজন করা হয়েছে। এদিকে ফাইভ জি’র পরীক্ষা চালাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি হুয়াওয়েকে এক সপ্তাহের জন্য স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে। তিন মাসের জন্য স্পেকট্রামের আবেদন করা হলেও বিটিআরসি’র সর্বশেষ কমিশন বৈঠকে সাত দিনের সময় দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতিমধ্যে এ জন্য প্রস্তুতি চলছে জোরেশােরে। চীন থেকে হুয়াওয়ে প্রযুক্তি আনার অনুষ্ঠানিকতা শুরু করেছে। এর আগে গত মাসের শেষ দিকে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের এক আলোচনায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার প্রথম ফাইভ জি’র পরীক্ষা চালানোর ঘোষণা দেন।

তবে বাংলাদেশের বাজার এখনও ফাইভ জি প্রযুক্তি ব্যবহারের পর্যায়ে যায়নি বলে মনে করেন টেলিকম খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, পঞ্চম প্রজন্মের প্রযুক্তি সেবা ব্যবহারে আরও অন্তত চার-পাঁচ বছর অপেক্ষা করতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাত্র ফোরজি’র ব্যবহার শুরু হয়েছে। এখনও অনেক শহরে ফোরজি প্রযুক্তির ইন্টারনেট ব্যবহার শুরু হয়নি। আর সব মিলে মাত্র ৪০ লাখের মতো সিম ফোরজিতে রূপান্তর কিংবা নতুন করে যুক্ত হয়েছে। নিয়মিত ব্যবহারকারী আরও কম।

এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে দেশে থ্রিজি’র ব্যবহার শুরু হয়।নতুন নেটওয়ার্ক নিয়ে গবেষণাতে হুয়াওয়ে ৬ হাজার ৪৭৮ কোটি টাকা বিনিয়োগ করছে। হুয়াওয়ের পাশাপাশি টিম, টেলুস ও অন্যান্য নেটওয়ার্ক সেবাদাতারাও ফাইভজি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।

চলতি বছর থেকেই কোয়ালকম, স্যামসাং ও ইন্টেল ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারের উপযোগী ফোন নিয়ে হাজির হতে যাচ্ছে।পরবর্তী প্রজন্মের এই ওয়্যারলেস প্রযুক্তি দৈনন্দিন জীবনযাত্রাকে অনেকখানিই পাল্টে দেবে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন:

কোন কোন ফোনে ফোরজি সাপোর্ট করবে?

সবচেয়ে কম দামের ফোরজি স্মার্টফোন, দাম কত?

ওয়ালটনের ফোরজি স্মার্টফানে দারুণ অফার

শাওমির ফোরজি রেডমি ৫ স্মার্টফোনটি কেন বাজারের সেরা?