TechJano

দেশে মোবাইল কারখানা উদ্বোধন করবে সিম্ফনি, কি লাভ?

সিম্ফনি দেশেই মোবাইল ফোন সংযোজন করবে। রোববার দেশে সিম্ফনির হ্যান্ডসেট সংযোজন কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ।
সাভারের আশুলিয়ার কন্ডলবাগে স্থাপিত ওই কারখানায় ইতোমধ্যে হ্যান্ডসেট সংযোজন চলছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এরপরই নিজেদের কারখানায় সংযোজিত হ্যান্ডসেট বাজারজাত করার প্রক্রিয়ায় যাবে দেশীয় কোম্পানিটি। এই সেপ্টেম্বরে বাজারজাতকরণের কথা থাকলেও অনুমোদনগত প্রক্রিয়া শেষে চলতি বছরের অক্টোবরের মাঝামাঝিতে গ্রাহকের হাতে এসব হ্যান্ডসেট চলে যাবে বলে আশা করছেন সিম্ফনির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শুরুতে এই হ্যান্ডসেটগুলো থ্রিজির হবে এবং এগুলো বেশ সাশ্রয়ী দামে কেনা যাবে।

Exit mobile version