TechJano

দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে “স্পেস ইনোভেশন সামিট-২০১৯”

মহাকাশ বিজ্ঞান ও মহাকাশ গবেষনা যন্ত্রপাতি নিয়ে সেই সাথে রকেট টেকনলোজীর দক্ষতা উন্নয়নে, গ্রাউন্ড স্টেশন তৈরী এবং এ সম্পর্কিত বিভিন্ন আবিষ্কারকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও নাসা সাইন্টেফিক প্রবলেম সলভার বাংলাদেশ দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে “স্পেস ইনোভেশন সামিট-২০১৯”

আগামী ১৯ ও ২০ জুলাই রাজধানীর (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ) অনুষ্ঠিতব্য এই সামিটে দুই দিনে দুই টি ওয়ার্কশপ ও ৪ সেশনে মোট ১৬ টি টেকনিক্যাল সেমিনার আয়োজন করা হয়েছে। দেশে ও দেশের বাইরে থেকে প্রায় ২৪ জন বক্তা দুই দিনব্যাপী এই সামিটে বক্তব্য রাখবেন। এছাড়াও থাকছে মহাকাশে গবেষণা করার যন্ত্রপাতি নিয়ে একটি প্রদর্শনী।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকার কথা রয়েছে এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর সাজ্জাদ হোসেন ও এমআইএসটি এরোনটিক্যাল ডিপার্টমেন্ট এর প্রফেসর ও হেড এয়ার কমোডর মো আব্দুস সালাম।

বক্তাদের মধ্যে রয়েছেন নাসার সাবেক সিস্টেম অ্যাডমিন আজাদুল হক, এমআইটি জিরো ল্যাবের প্রধান মিজানুল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. লাফিফা জামাল, ডেল এর সল্যুইশন আর্কিটেকচার ডিরেক্টর মোঃ মাহাদী উজ জামান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর এসোসিয়েট ডিন ও ফেকাল্টি ইঞ্জিনিয়ারিং প্রফেসর ডঃ মোঃ আব্দুর রাহমান, আইইউবি এসোসিয়েট প্রফেসর ডঃ এম আশরাফুল আমীন, আইইউবি ইইই ডিপার্টমেন্ট এর এসোসিয়েট প্রফেসর ডঃ এম আব্দুর রাজ্জাক, এআইইউবি সিনিয়র এসিস্টেন্ট প্রফেসর চৌধুরী আকরাম হোসেন, ব্রাক ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ও ব্রাক অন্বেষা টিমের উপদেষ্টা ড. মোহাম্মদ খলিলুর রহমান, ব্রাক ইউনিভার্সিটির রিসার্চ এসোসিয়েট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিলকাফি ও ইঞ্জিনিয়ার রাইহানা সামস ইসলাম অন্তরা, ব্রাক ইউনিভার্সিটির স্যাটেলাইট অপারেশন ইঞ্জিনিয়ার মোঃ সৌরভ, বুয়েট এর রিসার্চ এসোসিয়েট জুবায়ের আল বিল্লাল, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার রবি সংকর শীল, থেলেস এন এল এর ওয়াটারফ্রন্ট ইঞ্জিনিয়ার আইনুল হুদা, থেলেস এলেনিয়া স্পেস এর স্যাটেলাইট অপারেশন ইঞ্জিনিয়ার ওমর শাহজালাল সান্তনু, তাওহিদুল ইসলাম ও বিজয় তালুকদার।

আয়োজনটিতে দুইদিন ব্যাপী সেশন গুলোর মধ্যে প্রথম দিন সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত থাকছে রকেট টেকনলোজী এ টু জেড এবং দুপুর ৩ টা থেকে ৭ টা পর্যন্ত থাকছে স্যাটেলাইট মেকিং এন্ড কমানিকেশন। দ্বিতীয়দিন সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত থাকছে রোবট ফর স্পেস এক্সপ্লোরেশন এবং দুপুর ৩ টা থেকে ৭ টা পর্যন্ত থাকছে ক্যারিয়ার অ্যাট নাসা।
সামিটে প্রথম দিনে সারাদিনব্যাপী গ্রাউন্ড স্টেশন মেকিং উইথ স্যাটেলাইট ট্র্যাকিং এন্ড ইমেজ রিসিভিং নিয়ে ৩০ জনকে হাতেকলমে একটি ওয়ার্কশপ করানো হবে এবং দ্বিতীয় দিনেও থাকছে সিমুলেশন বেসড রকেট মেকিং এর ওপর হাতেকলমে দিনব্যাপী ওয়ার্কশপ।

এছারাও আয়োজনটিতে বিশেষ চমক হিসেবে থাকছে এপোলো-১১ চাঁদে ভ্রমনের ৫০ বছর পুর্তি উপলক্ষে ১ ঘন্টা ব্যাপী বিশেষ আয়োজন।

স্পেস সায়েন্স ও স্যাটেলাইট নিয়ে ভবিষ্যৎ এ কাজ করতে আগ্রহী যে কেউ এই “স্পেস ইনোভেশন সামিট” এ অংশগ্রহন করতে পারবে।

সামিটের আহবায়ক মাহমুদ মুসা বলেন, “তরুনদের মাঝে মহাকাশ বিজ্ঞানকে আরোও বেশি জনপ্রিয় করা এবং সায়েন্স, টেকনলোজী, ম্যাথমেটিক্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিষদভাবে তাদের কাছে তুলে ধরার জন্যে দুই দিনে প্রায় ১৮ টির মতো সেমিনার হবে আমরা আশা করছি এই সামিটের মাধ্যমে আমাদের তরুনরা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আরোও বিস্তারিত জানতে পারবে এবং এই বিষয়ে তারা ভবিষৎ এ গবেষনায় ভুমিকা রাখতে পারবেন।

আয়োজনটিতে ভেন্যু পার্টনার হিসেবে আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সহযোগীতায় রয়েছেন স্পেস এন্ড রকেট সেন্টার বাংলাদেশ ও আইইউবি ইইই ডিপার্টমেন্ট।

Exit mobile version