ফাঁস হলো নকিয়ার আপকামিং স্মার্টফোন নকিয়া ওয়ানের ছবি। খুব শিগগিরই ফোন বাজারে আসবে বলে আভাস পাওয়া গেছে। এই ফোনটি নকিয়ার অন্যান্য সব ফোনের তুলনায় কম দামে মিলবে।
আগামী মার্চেই আনুষ্ঠানিক ঘোষণা হবে এই ফোনের। সম্প্রতি একটি ওয়েবসাইটে ফাঁস হয়ে গেল সেই স্মার্টফোনের ছবি। সেই পোস্টে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতে ধরে আছেন নকিয়া ওয়ান।
ফাঁস হয়ে যাওয়া দুটি ছবির একটিতে ফোনে পরানো রয়েছে ব্যাক কভার। আর অন্য ছবিতে দেখা যাচ্ছে আসল ফোনটি। ফোনের পিছনে ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ উপর নিচে রয়েছে এই ফোনে।
নকিয়া ওয়ানের থাকতে পারে ৭২০ পিক্সেলের ডিসপ্লে। তবে ডিসপ্লের সাইজ নিয়ে এখনো কিছু জানা যায়নি। ফোনের ভিতরে সম্ভবত থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসর থাকতে পারে। ফোনটি ১৬ জিবি র্যাম ও ১৬ জিবি রম ভার্সনে পাওয়া যাবে।
অ্যানড্রয়েড ওরিও-র লাইট ভার্সান অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেমে চলবে এই ফোনটি।
গুগুল এই লাইট ভার্সানের অ্যানড্রয়েড কিছুদিন আগে কম দামের ফোনগুলির জন্য লঞ্চ করেছিল। এই ফোনগুলির জন্য প্লে স্টোরে সব অ্যাপের বিশেষ গো ভার্সান লঞ্চ করেছে গুগুল। মার্চে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এই ফোন লঞ্চ করবে নকিয়া। শোনা যাচ্ছে এই ফোনের দাম হবে ৮ হাজার টাকার মধ্যে।
যদিও নকিয়ার পক্ষ থেকে এই সব তথ্যের কোন সত্যতা স্বীকার করা হয়নি।